আমদানি কার্যক্রম সহজীকরণ ও সূষ্ঠু পরিচালনার নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগ হতে ত্রিবার্ষিক আমদানি নীতি প্রণয়ন করা হয়ে থাকে। এ অনুবিভাগ হতে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা/ মূল্য পরিস্থিতি পরিবীক্ষণ করা হয়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার উপক্রম হলে ট্রেডিং কপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ করে বাজার স্থিতিশীল রাখার কার্যক্রম গ্রহণ করা এ অনুবিভাগের অন্যতম প্রধান কাজ। তাছাড়া, ব্যক্তিগত অস্ত্র ও সরকারি/বেসরকারি বিমান/হেলিকপ্টার আমদানির অনুমোদন দেয়া হয়। জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট এ্যাকাউন্ট্যানস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যানস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান এ অনুবিভাগের অন্তর্ভূক্ত। পরিত্যাক্ত বাণিজ্য সংগঠন ব্যবস্থাপনার কার্যাদিও এ অনুবিভাগ হতে পরিচালিত হয়।